ল্যাপটপ কেনার আগে ও পরে, জানুন বিস্তারিত

Jakir Hossain August 30, 2019 No Comments

ল্যাপটপ কেনার আগে ও পরে, জানুন বিস্তারিত

মানুষের ব্যস্ততা দিন দিন বেড়েই চলতেছে। এজন্য অনেকের কাছে ল্যাপটপের চাহিদা বেড়েই চলতেছে, এজন্য প্রতিটি ল্যপটপ কোম্পানি তাদের ল্যপটপে নতুন নতুন ডিজাইন নতুন নতুন ফিচার যোগ করছে। তেমনি বাজারে কিছু নকল ল্যাপটপ ও নিন্মমানের ল্যাপটপ রয়েছে এজন্য ল্যাপটপ কেনার আগে কিছু বিষয় জাচাই বাচাই করে কিনতে হবে এতে প্রতারিত হওয়ার সম্ভবনা কম থাকে। আজ Feeglee.com এর পাঠকদের জন্য নিয়ে এলাম ল্যাপটপ কেনার আগে করনীয়।

টাচস্ক্রিন ল্যাপটপঃ-
আপনি যদি টাচস্ক্রিন লাভার হয়ে থাকেন এবং চান যে টাচস্ক্রিন ল্যাপটপ কিনবেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারন টাচস্ক্রিন ল্যাপটপের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। যেমন ধরেন উইন্ডোজ-১০ এর ইন্টারফেসের টাইলের বৈশিষ্ঠ আপনার ল্যাপটপ ব্যাবহারের অভিজ্ঞতাই পরিবর্তন করে দিবে। এছারাও বাকি সব ফিচার ব্যবহারও আপনার জন্য সুবিধাজনক হবে। আবার আপনি চাইলে টাচস্ক্রিন ল্যাপটপ কিবোর্ড যোগ করেও ব্যবহার করতে পারবেন।

ডিজাইনঃ-
এখনকার যে ল্যাপটপ গুলো বাজারে আছে সেগুলোর ডিজাইনের মধ্যে যদি আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে তবে সেটিই কিনুন কিন্তু আপনি যদি বেশি ট্রাভেল করেন বা বাহিরে বেশি সময় কাটান সেক্ষেত্রে আপনার জন্য চিকন ও পাতলা ডিজাইনের ল্যপটপ কেনাই উচিৎ হবে। এক্ষেত্রে যে ল্যাপটপের চার্জ বেশি থাকে এবং ১২ থেকে ১৩ মাপের ল্যাপটপই ঠিক হবে। তবে ১৪ থেকে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ বাড়ি বা অফিসের জন্য পারফেক্ট হবে।

গেমার দের জন্যঃ-
আপনি গেমার হয়ে থাকলে আপনাকে ১৫.৬ থেকে ১৭ ইঞ্চি মাপের শক্তিশালী ল্যাপটপ কিনতে হবে। র‍্যাম ও গ্রাফিক্স কার্ডের আকার বাড়িয়ে নিবেন এতে করে আপনি গেম খেলতে সাচ্ছন্দবোধ করবেন। এছাড়া আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন সেক্ষেত্রেও আপনার এমন একটি ল্যাপটপ প্রয়োজন।

ব্রান্ডঃ-
ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্র্যান্ড খুবই গুরুত্বপুর্ন এর কারন হলো ভালো ব্রান্ড থেকে কিনলে আপনি ভালো একটা প্রোডাক্ট পাবেন, সাথে বেশ কিছুদিনের জন্য ওয়ারেন্টি পাবেন। এবং ভালো ব্রান্ডের থেকে ভালো সার্ভিসের আশা করতে পারবেন আপনি। কিন্ত ব্র্যান্ডের বাহিরের ল্যাপটপ কিনলে এই সুবিধা গুলো থেকে আপনি বঞ্চিত হবেন।

ল্যাপটপের আকারঃ-
চেষ্টা করবেন বড় আকারের ল্যাপটপ কেনার জন্য এতে আপনার চোখের উপর চাপ কম পরবে। ব্যবহারেও সুবিধাজনক কাজ করেও শান্তি পাবেন। কিন্তু বড় ল্যাপটপ যদি বাহিরে নিয়ে যেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আকারে ছোট ল্যাপটপ বা নোটবুক কিনতে পারেন।

Categories : Daily Tips